বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ার কোন বিকল্প নেই। বিসিএস এর জন্য আপনাকে পড়তে হবে জানতে হবে। সব মাধ্যম থেকে জ্ঞান আরোহন করতে হবে। কিন্তু আপনি কতটুকু জানতে পেরেছেন বা কতটুকু জানার বাকি আছে তা জানার জন্য আপনাকে বার বার পরীক্ষা দিতে হবে । আপনি পরীক্ষার জন্য বাজারে মডেল টেস্ট কিনে পরীক্ষা দিতে পারেন অথবা কচিং সেন্টারে মডেল্ট টেস্ট দিতে পারেন অথবা অনলাইনে পরীক্ষা দিতে পারেন। (বিঃদ্রঃhttp://mcq-exam.com এরকম একটি সাইট)
বিসিএস সিলেবাসঃ
৩৫তম বিসিএস থেকে এই পরীক্ষা হবে ২০০ নম্বরে, সময় দুই ঘণ্টা।
নতুন সিলেবাস অনুযায়ী,
- বাংলা ভাষা ও সাহিত্যে ৩৫ নম্বর
- ইংরেজি ভাষা ও সাহিত্যে ৩৫
- বাংলাদেশ বিষয়াবলী ৩০
- আন্তর্জাতিক বিষয়াবলী ২০
- ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব)
- পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনায় ১০
- সাধারণ বিজ্ঞানে ১৫
- কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১৫
- গাণিতিক যুক্তি ১৫
- মানসিক দক্ষতা ১৫
- নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বিষয়ে ১০ নম্বরের প্রশ্ন থাকবে।
0 comments:
Post a Comment