Nov 15, 2015

আসুন দেখি কিভাবে একটা Payza একাউন্ট খুলবেন আর সেটি Verify করবেন 

Payza অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্টান যার মাধ্যমে আপনার অনলাইন থেকে ইনকাম করা অর্থ বাংলাদেশে আনতে পারবেন । অনলাইনে অনেক সাইট আছে যারা আপনাকে Payza মাধ্যমে পেমেন্ট করবে । তাই অনলাইনে যারা কাজ করতে চান তাদের জন্য Payza আকাউন্ট থাকা অনেক সুবিধাজনক । আজকে আমরা দেখবো কিভাবে একটা Payza একাউন্ট করা যায় আর সেটি Verify করা যায় ।

প্রথমে এই লিংকে ক্লিক করুন payza.com । তারপর sign up বাটনে ক্লিক করুন । এরপর আমার দেওয়া step গুলো follow করুন।

Step 1
Sign Up বাটনে ক্লিক পর দেখুন এমন একটি পেজ আসবে এখান থেকে আপনি Personal ক্লিক করুন ।


payza-1

Step 2
Personal ক্লিক করার পর আপনার নাম  বসান (ভোটার ID কার্ড অনুযায়ী ) Email , Password বসান । Get Started বাটনে ক্লিক করুন

payza-2

Step 3
Get Started বাটনে ক্লিক করার পর আপনাকে Email Verification করতে হবে ।

payza-3

Step 4
আপনার Email চেক করুন দেখবেন আপনাকে Email একটা Mail এসেছে Payza থেকে Mail  টা  Open করুন এবং Validate my email লিংকে ক্লিক করুন । এবার দেখুন আপনার একাউন্ট তৈরি হয়ে গেছে এখান থেকে Complete profile setup ক্লিক করুন আর আপনার বাকি তথ্য গুলো বসান অবশ্যই ( ভোটার ID কার্ড অনুযায়ী ) বাড়ির ঠিকানা ও কারণ পরে আপনাকে ভোটার ID  কার্ড দিয়ে Account Verification  করতে হবে ।

payza-4

Step 5
Complete profile setup কাজ শেষ এবার আমরা একাউন্ট Verify  করবো । একাউন্ট Verify  করার জন্য আপনার Full Name ( এখানে আমার full name Rasel Hossan ) উপর ক্লিক করুন দেখবেন নিচে একটা Menu মত এসেছে এখান থেকে Verification  লেখাতে ক্লিক করুন ।

payza-5

Step 6
Verification  লেখাতে ক্লিক করার পর দেখবেন   টা অপশন এসেছে । এখান থেকে অপশন   ক্লিক করুন ।

62

অপশন  ক্লিক করার পর আপনার ভোটার ID কার্ড সাথে আপনার নিজের  তোলা এক কপি  Photo Selfie হলে ও চলবে Scan করে Upload   করুন । ভোটার ID কার্ড আর Photo Upload করা হলে দেখবেন কিছুদিন পর আপনার একাউন্ট Verified হয়ে গেছে । তারপর আপনি বাংলাদেশের যে ব্যাংকে টাকা আনতে যান সেই ব্যাংকটি যুক্ত করুন Payza তে । ধন্যবাদ সবাইকে

সর্ব প্রথম প্রকাশিত হয় এখানে
Previous Post
Next Post

0 comments: