Nov 11, 2015

ফাইল উদ্ধার করে নিন Recuva এর লেটেস্ট ভার্সন এর মাধ্যমে [ফুল ভার্সন]

Ads by Techtunes - tAds
সবাই কেমন আছেন?আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন,হাজির হলাম নতুন এক টিউন নিয়ে।
আমরা কম বেশি সকলেই এখন কম্পিউটার ব্যবহার করে থাকি,কম্পিউটারে কাজ করি বিভিন্ন।গান শুনি,মুভি দেখি,অফিসের কাজ করি,গ্রাফিক্সের কাজ করি,আরো অনেক অনেক কাজ করি।
কিন্তু সমস্যা হয় তখন যখন ভুলে  হার্ড ডিস্ক ফরমেট হয়ে যায়,কিংবা হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়।সব থেকে বড় আপনি যদি ভুলক্রমে আপনার হার্ড ডিস্ক থেকে প্রয়োজনীয় ফাইল,ডকুমেন্ট,ছবি কিংবা অন্য কিছু ডিলিট করে ফেলেন,তাহলে তা অনেকের কাছে অনেক কষ্টের কারণ হয়ে যায়।
প্রয়োজনীয় ফাইল যদি কাজের সময় না পাওয়া যায়,তা যে কত বিরক্তকর আর কত কষ্টের সেইটা আমি বুঝি।কেননা আমার সাথেও এরকম হয়েছিল,তখন এক বড় ভাই একটি এপ দিয়ে বললো এটি ইন্সটল করে,তারপর মজা দেখ,ইন্সটল করে আমি তো অবাক হয়ে গেলাম,সেই প্রয়োজনীয় ফাইল গুলো দেখতে পেলাম এই এপের মধ্যে,তখন আর দেরী না করেই ফাইল গুলো লুফে নিলাম,অবশেষে ফাইল গুলো উদ্ধার করতে পারলাম।
তাই আজ আপনাদের কথা ভেবে আপনাদের জন্য এপটি নিয়ে এলাম,তবে এই এপটি কিন্তু ফ্রী ভার্সন নয়,এটি একটি পেইড ভার্সন এটি কিনতে হলে অবশ্যই আপনাকে ডলার খরচ করতে হবে,তবে চিন্তার কোন কারণ নেই আমি আপনাদের জন্য এপটি নিয়ে এলাম বিনামূল্যে তাও আবার ফুল ভার্সণ,সাথে রয়েছে সিরিয়াল কি।

এপটির নাম হলো Recuva. অনেকেই হয়তো এই এপের কথা অনেক আগেই শুনেছেন,তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম এর সর্বশেষ ভার্সন।
তো নিচে থেকে সেটাপ ফাইল এবং সিরিয়াল কি নামিয়ে নিন,আর উদ্ধার করে নিন আপনার হারিয়ে যাওয়া ফাইল।
Recuva Setup File:
এখানে ক্লিক করুন
Serial Key:
এখানে ক্লিক করুন

ডাউনলোড করতে সমস্যা হলে, "Create Download Link" এ ক্লিক করুন।


তো কেমন লাগলো টিউনটি জানাতে ভুলবেন না,আর নতুন কি নিয়ে টিউন করা যায় তাও জানাবেন,কেননা আপনাদের জন্যই আমার এই টিউন।আপনাদের সকল ভালো লাগা,মন্দ লাগা আমাকে জানাবেন।ভুল-ভ্রান্তি হলে ক্ষমা করবেন।আপনার মূল্যবান সময় নষ্ট করে টিউনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,আল্লাহ হাফেজ।
Previous Post
Next Post

0 comments: