Nov 11, 2015

যেভাবে পেন্ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দিবেন

Ads by Techtunes - tAdsNetCone :: Cheap Website Hosting Services & Domain Name Provider - Net Cone
অনেকেই আছেন যাদের পিসিতে ডিভিডি রাইটার নাই বা নষ্ট হয়ে গেছে তারা অনেক প্যারার ভিতরে পড়েন উইন্ডোজ সেটআপ দেবার সময়।জানা থাকে না কিভাবে পেন্ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দিতে হয়।আর এই পদ্ধতিতে শুধু উইন্ডোজই না বরং লিনাক্সও সেটাআপ দেওয়া যায়।

*পেন্ড্রাইভ থেকে উইন্ডোজ সেটআপ দেবার জন্য আপনাকে পেন্ড্রাইভকে বুটএ্যবল করতে হবে।আমার জানামতে ৩ পদ্ধতিতে পেন্ড্রাইভ বুটএ্যবল করা যায়।


*প্রথমে উইন্ডোজ ডিক্সের ফাইল গুলাকে ISO ফাইলে কনভার্ট করে নিতে হবে।


#যে ISO ফাইল বানাবেন>

Winiso (সফটওয়ারটা টেকটউনসে আপলোড না দিতে পারায় আমার ওয়েব সাইট থেকে ডাউনলোড করতে হবে। এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন)
ফাইলটা ডাউনলোড দিন।ইন্সটল করে একটিভ করুন।(ফাইলের ভিতোরে এক্টিভেটর দেওয়া আছে।)ওপেন করুন।

জিপ ফাইল খোলার জন্য TTBD চাবিটা ব্যবহার করুন।



1.Make অপশনে ক্লিক করুন।
2.২নং আইকনে ক্লিক করুন।ডিভিডি রাইটার ওপেন হবে।ডিক্স ঢুকান।
3.৩নং টি অপরিবর্তিত রাখুন।
4.৪ নং এ ক্লিক করে ফোল্ডার সিলেক্ট করে দেন যেখানে আপনি ISO ফাইলটা রাখতে চান।
5.সবকিছু ঠিকঠাক হলে OK বাটামে ক্লিক করুন।

ISO ফাইল তৈরি হবা পর্যন্ত অপেক্ষা করুন। ISO ফাইল হয়ে গেলে winiso ক্লোজ করুন


এবার বুটএ্যবল করার পালা।


*পদ্ধতি-১>



1. Universal Usb Installer ওপেন করুন।



2.১ নং থেকে windows 8 বা windows 7 সিলেক্ট করে দিন।



3.২ নং এ Browse থেকে আপনার তৈরিকৃত ISO ফাইলটি সিলেক্ট করে দিন।
4.৩ নং এ মার্ক দিন।
5.৪ নং এ পেন্ড্রাইভ সিলেক্ট করে দিন।
6.৫ নং এ মার্ক দিন। এবার Create বাটামে ক্লিক করুন।



7.Yes বাটামে ক্লিক করুন।



বুটএ্যবল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। close করুন।এবার পেন্ড্রাইভ পিসি বা ল্যাপটপ থেকে খুলে নিন বা বের করে নিন। আবার পেন্ড্রাইভ লাগান। পিসি রিস্টার্ট দিন। বাওস থেকে পেন্ড্রাইভ সিলেক্ট করে দিন।

*পদ্ধতি-২


#পদ্ধতি-২ টা একাবারেই সিম্পল। জাস্ট উইন্ডোজের ডিভিডি থেকে ফাইল গুলা কপি করে পেন্ড্রাইভে পেস্ট করুন। বাওস থেকে পেন্ড্রাইভ সিলেক্ট করে দিন।


*পদ্ধতি-৩


#এটা CMD বা কমান্ড দিয়ে ক্যামনে জানি করে। এটা আমার জানা নেই। সরি।
যেকোন সমস্যায় আমি
Previous Post
Next Post

0 comments: