Ads by Techtunes - tAds
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন। আমিও ভাল আছি।এই টিউনটি আমি অনেক আগের থেকেই লিখতে চাইছিলাম। কিন্তু সময়ের অভাবে লিখতে পারি নাই।
আপনারা যারা android phone ব্যবহার করেন তারা ভাল করেই যানেন, ইন্টারনেট কানেকশন অন রেখে বেশির ভাগ অ্যাপ ওপেন করলেই বিরক্তিকর এড আসে। তাতে দেখতেও ভাল লাগে না, সাথে এম বি ও কাটে। যেটা খুবই যন্ত্রনার কারন হয়ে দারায়। তাই আমি আজ এর প্রতিকার নিয়ে এলাম।
নিচে দেখে নিন android এর অ্যাপ গুলা এড সহ এবং এড ছাড়া কেমন দেখায়
এড সহ


এড ছাড়া নিচের মত দেখাবে
রুট ইউসারদের জন্যঃ
যারা রুট ইউসার তারা তো এমনিতেই সব পারমিশন পেয়ে থাকেন। সো এই অ্যাপ টি দিয়ে ১০০% এড ই ব্লক হবে। তাই কোন চিন্তা নাই।ডাউনলোড করুন এখানে
size: 1.9mb
নন রুটেড ফোনঃযারা রুট করেন নাই তাদের জন্য এড ব্লক করা কিছুদিন আগেই সম্ভব ছিল না। এখনও সেইভাবে সম্ভব না হলেও অন্য ভাবে সম্ভব। নিচের এই অ্যাপ টি সার্ভার কে এটাই দেখাবে যে এড টি আগের থেকেই উপস্তিত আছে। তাই এড আসবে না। তাই রুট ইউসারদের মতই এটা কাজ করবে। এটা দিয়ে ৮০% এড ই আতকানো যায়।
ডাউনলোড করুন এখানে
size; 2.8mbভালো থাকবেন সবাই।
এছাড়া আরও কিছু টিউন
ডাউনলোড করে নিন যে কোন ভাষাকে ট্রান্সলেট করার জন্য চরম একটি সফটওয়্যার সিরিয়াল কি সহ। (সাইজ মাত্র ২ মেগাবাইট)
আপনার ল্যাপটপের কি ব্যাটারি প্রবলেম? সমাধান নিয়ে নিন মাত্র ১.৭ M.B সফটওয়্যারের মাধ্যমে।
ডাউনলোড করে নিন IDM V7.2 ফুল ভার্সন সফটওয়্যার।$29.95 ডলার সাশ্রয় করুন
নিয়ে নিন লেখাকে এনিমেশন এবং ছবিকে এনিমেশন করার দুটি সফট (১টি 3D অপরটি 2D)
0 comments:
Post a Comment