Ads by Techtunes - tAds
হ্যালো বন্ধুরা কেমন আছেন।আসা করি সবাই ভাল আছেন, আজ কে সকাল এ ঘুম থেকে উঠেই মনটা ভাল হয়ে গেল। তার কারন হল ঘুম থেকে উঠে অফিস এ যাওয়ার জন্য বাহির হতেই দেখলাম ঝির ঝির বৃষ্টি গায়ে লাগলো। আসলে আমি দুবাই তে আছি প্রায় ৬ বছর যাবত এখানে বৃষ্টি হওয়া মানে ঈদের দিন আসা। যাই হোক অনেক বকবক করলাম এখন কাজের কথায় আসি।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি পারসনাল হার্ড ড্রাইভ। যেটা হয়ে কাজ করবে আপনার স্মার্ট ফোন টি।
এর জন্য আপনাকে ২ টি সফটওয়্যার ইন্সটল করতে হবে যার একটি আপনার মোবাইল এ আর একটি আপনার কম্পিউটার এ।
আপনার Android Mobile এর জন্য এখান থেকে নিন।
আর iPhone এর জন্য এখান থেকে।
আর পিসি এর জন্য এখান থেকে।
প্রথম এ আপনার মোবাইল সফটওয়্যার টি ইন্সটল করে নিন
এমন ভাবে ওপেন হবে
এখান এ আপনার পিসি এর IP বসাতে হবে সাথে আপনার দেয়া Password
আর IP এবং password পাওার জন্য আপনাকে পিসির সফটওয়্যার টি ইন্সটল করে নিন।
ওপেন করার পর এমন পাবেন।
এখন আপনাকে যা করতে হবে তা হল।
IP তো Automatically এসে যাবে কিন্তু password আপনার ইচ্ছামত বসিয়ে নিন। এরপর Mounting Button এ ক্লিক করুন।
এবং একই সাথে আপনার মোবাইল এর অ্যাপ ওপেন করে উপর এ Left side এর USB লোগো টি Slide করে PC লোগো টি তে এড করে দিন।
ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার My computer খুলে দেখুন একটি ড্রাইভ এড করা হয়েছে।
এখন আপনি বিন্দাস ইউস করতে থাকুন আপনার Wireless USB Disk .
বি দ্রঃ আপনার পিসি এবং মোবাইল Same নেটওয়ার্ক এ Connected থাকতে হবে।
এটার আর ও কিছু জেনে নিন।
Smart Disk Mounter is the app which the smart phone can be used as Wireless USB disk at the computer. Smart mobile phones can be used as a wireless hard drive in PC Windows and Mac OS-X.
It is designed that the smartphone can do same operation with general USB memory disk or Wi-Fi wireless disk device. It doesn’t use any USB cable, USB memory, memory card, web browsers or the general FTP programs.
This app offers functions to save and read the data of smartphone in PC Windows and Mac OS-X.
Have you been using the USB memory which is easy to be lost or broken? Put the valuable data into your valuable smartphone. That’ll be much better in aspect of security.
আজ এই পর্যন্তই
আসা করি আপনাদের সবার ভাল লাগবে বুঝতে প্রব্লেম হলে টিউমেন্ট করুন।
0 comments:
Post a Comment