Nov 13, 2015

মাত্র ২ মেগাবাইটের পোর্টেবল Explorer ++ দিয়ে পাল্টে ফেলুন আপনার ফাইল ব্রাউজিং এর অভিজ্ঞতা

Ads by Techtunes - tAds
বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রিয় অনলাইন কমিউনিটি। আশা করি আপনার সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এক অসাধারণ ফাইল ব্রাউজিং সফটওয়্যার। এর দ্বারা আপনার পিসির ফাইল ব্রাউজিংয়ের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবেন।
আমাদের সবসময়ই পিসিতে ফাইল ব্রাউজিং করতে হয়। কিন্তু দেখা যায় উইন্ডোসের সাথে বিল্ট ইন ফাইল ম্যানেজারে সকল সুবিধাই পাওয়া যায় না। ফলে আমাদের অনেকেই ৩য় শ্রেণির সফটওয়্যার ব্যবহার করে থাকেন। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমার দেখা সেরা একটি ফাইল ম্যানেজার  । এর নাম Explorer ++, এটি একটি পোর্টেবল সফটওয়্যার। মানে ইন্সটলের কোন ঝামেলা নেই। শুধু ডাউনলোড করবেন আর ব্যবহার করবেন। এর সাইজ নিয়েও আপনাকে ভাবতে হবে না। সাইজ মাত্র ২ মেগাবাইট।

স্কিনশট :

2015-11-12_205142

2015-11-12_205238

2015-11-12_205312

পাওয়ারফুল সার্চ :


2015-11-12_205330

ডাউনলোড :

তাহলে এবার ডাউনলো করে নিন Explorer ++ সফটওয়্যারটি। সাইজ মাত্র ২ মেগাবাইট। এখান থেকে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।

আমার আরোও কিছু লেখা :

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর লেখা সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর কিছু উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।

আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমি

Previous Post
Next Post

0 comments: