Nov 10, 2015

আইফোনে ৩৪ হাজার টাকা ছাড়

অ্যাপলের আইফোন প্রেমীদের জন্য সুখবর। ভারতের বাজারে কমলো নতুন আইফোনের দাম। আর এতে করে হুহু করে বেড়ে গেছে আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের বিক্রি। দিওয়ালী উপলক্ষ্যে দেশটিতে আইফোন  ৬ এস এবং ৬ এস প্লাসের দাম কমানো হয়েছে ৩৪ হাজার টাকা। আইফোন বিক্রি বাড়ানোর উদ্দেশ্যেই  এই বিশেষ অফার দেয়া হয়েছে।
আইফোনে ৩৪ হাজার টাকা ছাড়
ভারতের বাজারে গত মাসে নতুন আইফোন দু’টি আসে। দেশটির বাজারে ফোন দুইটির দাম ছিল যথাক্রমে ৬২ হাজার এবং ৯২ হাজার টাকা। কিন্তু রিপোর্ট ঘেঁটে দেখতে পাওয়া গিয়েছে বাজারে আইফোনের বিক্রি গত বছর ১৫% থেকে ২০% হারে কমে গিয়েছিল। সূত্র জানিয়েছে, অ্যাপেল আইফোন ডিস্ট্রিবিউটরসদের কাছ থেকে সমস্ত পুরনো মডেলের ফোনগুলি তুলে নেওয়া হবে। এর বদলে তাদের নতুন মডেলের আইফোন দেওয়া হবে। তাই সমস্ত ডিস্ট্রিবিউটরসদের জন্য একটি সাইট বানানো হয়েছে, যেখানে তাদের কাছে থাকা পুরনো মডেলের ফোনগুলি ছবি সমেত সমস্ত তথ্য দেওয়া থাকবে। গত সপ্তাহ থেকেই ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এবং অ্যামাজনে অ্যাপেলের আইফোনের ওপর ৭ থেকে ১১ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
Previous Post
Next Post

0 comments: