Nov 11, 2015

এখন থেকে আপনার নিজের ছবিই হবে ফোল্ডারের আইকন

Ads by Techtunes - tAds
আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিঙ্ক দেব। সফটওয়্যারটির নাম ICON MAKER. এটি খুব ছোট সাইজ এর কিন্তু খুবই ভাল মানের সফটওয়্যার। নাম শুনেই বুঝা যাচ্ছে যে এই সফটওয়্যার এর কাজ কি। হা, এই সফটওয়্যার টা দিয়ে খুব সহজে আপনি আপনার ছবিকে ICON(.ico) বানাতে পারবেন এবং তা ফোল্ডার এর আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন তা নিচে সচিত্র বর্ণনা করলাম।
১. আপনার নিজের ছবি দিয়ে ফোল্ডার আইকন তৈরী করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন এবং রান করুন।

২. এবার ফাইল মেনু থেকে Import From Graphic’s select করুন

৩. এবার open বক্স থেকে পছন্দের ছবিটি open করুন

৪. এবার প্রয়োজন অনুযায়ি Edit করুন। সম্পাদনকৃত আইকন এর ছবিটি উপরের ডান পাশে দেখা যাবে।

৫. এবার ফাইলটি সেভ করুন .ico হিসাবে।ব্যাস তৈরী হয়ে গেল আপনার আইকন।
৬. এবার যে কোন ফোল্ডার এর Properties থেকে ফোল্ডারটি Customize করে ফেলুন আপনার আইকনটি দিয়ে।
ডউনলোড লিঙ্কঃ "ICON MAKER"
ভাল থাকবেন সবাই
: : : : : : : : : : : : : : : : : : : : : : : :
আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।
Previous Post
Next Post

0 comments: