Nov 13, 2015

শখের বসে ভিডিও এডিটিং শিখি (পর্ব-০৪)


নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভাল আছি।
শখের বসে ভিডিও এডিটিং শিখি এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজ প্রায় ১ সপ্তাহ পর ৪র্থ পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কাজের চাপে টিউটোরিয়াল তৈরি করার সময় হয় না। তবুও আজ টিউটোরিয়াল তৈরি করলাম। কতটা ভালো বা খারাপ হয়েছে জানি না। আপনারাই টিউমেন্টে জানিয়ে দিবেন। যাক সে কথা, আশা করি আমার আগের পর্ব গুলো পড়েছেন। যারা এখনো পড়েননি তারা পড়ে নিবেন।
এখন কাজের কথায় আসি। আজ এ পর্বে Edius 6 এ ভিডিও ইম্পোর্ট ও এডিটিং নিয়ে বিস্তারিত আলোচনা করবো। বরাবরের মত আজকেও ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি।
নিচে ভিডিও র লিঙ্ক দিলাম। আশা করি দেখবেন সবাই। কোন ভুল থাকলে ক্ষমা করবেন আর টিউমেন্টে জানাবেন।
Edius 6 Video Import & Editing:
যদি কারো বুঝতে সমস্যা হয় অথবা কোন মনে প্রশ্ন থাকে তো টিউমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো বুঝিয়ে দেয়ার জন্য।
আজ এ পর্যন্তই। আগামী পর্বে Edius 6 এ ট্রান্সিশন ও কালার কারেকশন নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল দিবো। সেই পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে।
আর হ্যা, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। টিউটোরিয়াল কেমন হল তাও জানাবেন। আপনাদের আরও মতামত পেলে অবশ্যই টিউটোরিয়াল চালিয়ে যাবো। টিউটোরিয়াল ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করবেন।
এই টিউনটি এর আগে এখানে প্রকাশিত হয়েছে।
Previous Post
Next Post

0 comments: