Ads by Techtunes - tAds
আপনাদের কে only একটা অ্যাপ্পস এর সাথে introduce করে দিব,একেবারে mind blowing অ্যান্ড very helpful অ্যাপ্পস, অনেক বেশী ভাল লাগা অ্যাপ্পস।
খুব user ফ্রেন্ডলি যারা যারা আগে ইন্সটল করেন নি তারা তারা অবশ্যই অবশ্যই ইন্সটল করে নিবেন। যারা ইন্সটল করেছেন তারা অবশ্যই update করে নিবেন,
আর যারা ইংলিশ শিখতে আগ্রহী না তারা একটু দূরে সরে দাঁড়ান প্লীজ,এইটা আপনাদের জন্য না।
যা যা আছে অ্যাপ্পস টিতে।
i) ইংলিশ টু বাংলা।
ii) বাংলা টু ইংলিশ।
iii) ইংলিশ টু ইংলিশ বর্ণনা দেওয়া আছে।
iv) ওয়ারপেপার এ শব্দ সেট করার সুবিদা।
v) প্রিয় অ্যান্ড হিস্ট্রি শব্দ গুলা শেয়ার করা।
vi) শেয়ার করে শব্দের অর্থ বাহির করা।
vii) প্রতিদিন একটা শব্দ সিখার খুব সুন্দর ব্যবস্থা।
সেটিং গুলা বুজার জন্য অনেক গুলা অপশন আছে। প্রতি পেইজ এই হেল্প আছে। হেল্প গুলা পড়লে সমস্যা হবার কথা না।
শব্দ শেয়ার এর অপশন টা কঠিন লাগতে পারে। তাই একটু করে বলে দিলাম।
(ওয়েব সাইট এর কোন শব্দটির ওপর লং প্রেস করুন দেখবেন browser ওপরে শেয়ার করার অপশন এনাবল করেছে, তখন শব্দ টি বা পুরা প্যাঁরাগ্রাপ সিলেক্ট করে শেয়ার করেন অভিধান টি দিয়ে, তখন পুরা প্যাঁরাগ্রাপ ট্রান্সলেট হয়ে যাবে তখন শব্দ গুলা চাইলে অ্যাড করতে পারবেন প্রিয় শব্দের তালিকাতে)
ওয়াল পেপারে শব্দ সেট করে খুব ইজি ভাবে সিখতে পারেন কঠিন কঠিন শব্দ গুলো।
সব কন্ট্রোল করার সুবিদা। যেমন রং, সাইজ, আরও আছে অনেক অনেক সেটিং ইন্সটল না করে যাবেন না কিন্তুু।
ইন্সটল করার লিঙ্ক
0 comments:
Post a Comment