Nov 15, 2015

বাসায় বসেই আপনার সীম রেজিষ্ট্রেশন করুন [সকল অপারেটর এর জন্য]

bl1মোবাইলের মাধ্যমে প্রতারনা বাড়ায় বাংলাদেশ সরকার গ্রাহকদের সীম রেজিষ্ট্রেশন এ গুরুত্ব আরোপ করেছে। তাই সীম এর তথ্য হালনাগাদ এর কাজ শুরু করেছে… যদি এর মাঝে গ্রাহক রা তাদের সীম হালনাগাদ না করে উপযুক্ত তথ্য দিয়ে তবে নির্দিষ্ট সময় পর সে সীম বাতিল বলেও গন্য হতে হবে। সকলেই যেন সহজেই সীম এর তথ্য হালনাগাদ করতে পারে এইজন্য বাসায় বসে তথ্য হালনাগাদ করার ব্যবস্থা করা হয়েছে।

যেভাবে সীম বাসায় বসে রেজিষ্ট্রেশন করবেনঃ

এস এম এস পাঠানোর মাধ্যমে রেজিষ্ট্রেশনঃ
এয়ারটেল,বাংলালিংক,গ্রামীনফোন,রবি এবং টেলিটক গ্রাহক রা ফোন থেকে এস এম এস পাঠানোর মাধ্যমে ঘরে বসেই সীম রেজিষ্ট্রেশন করতে পারেন এবং এতে কোন টাকা কাটবে না সীম থেকে।
একটা আইডি কার্ড দিয়ে সর্বোচ্চ ৫ টি সীম এভাবে রেজিষ্ট্রেশন করাতে পারবেন।
এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হলে নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
National ID Number, Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে], Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600 
Example : XXXXXXXXXXXXX, 05 Sep 1985, Fajlur Rahman and send to 1600
[বিঃদ্রঃ কমা(,) এর পর একটা স্পেস দিতে হবে]
সিটিসেল গ্রাহকদের জন্য রেজিষ্ট্রেশন সিষ্টেমঃ সিটিসেল গ্রাহক রা ও এস এম এস এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন কিন্তু তাদের রেজিষ্ট্রেশন সিষ্টেম টা একটু ভিন্ন। সিটিসেল সীম রেজিষ্ট্রেশন এর জন্য নিচের মতো করে মেসেজ পাঠাতে হবে।
U National ID Number Birth Date[আইডি কার্ডে যেটা দেয়া আছে] Full Name [আইডি কার্ডে যেটা দেয়া আছে]
send to 1600 
Example : U XXXXXXXXXXXXX 05 Sep 1985 Fajlur Rahman and send to 1600 
অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশনঃ
শুধুমাত্র বাংলালিংক সীম ব্যবহারকারীরা অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে পারবেন…
এর জন্য আপনাকে নিচের লিংক এ যেতে হবে এবং সেখানকার নির্দেশনা গুলো মেনে চলতে হবে
Online Sim Registration Banglalink
কেন নিজের সিম অন্যের নামে ব্যবহার করবেন? আজ থেকে ব্যবহার করুন নিজের নামে। (বাংলালিংক)
১. এই লিংকে গিয়ে নিজের মোবাইল নম্বর ও কেপচা প্রবেশ করান।
bl1
২. তারপর আপনার সিমে একটি i token নম্বর যাবে। সেটি প্রবেশ করান।
bl2
৩. তারপর আপনার সকল তথ্য দ্বারা ফরমটি পূরণ করুন।
bl3
৪. তারপর আপনার তথ্য হালনাগাদের রিকোয়েস্ট যাবে বাংলালিংক এর অফিসে। তারা তথ্য গুলো যাচাই করে আপনার তথ্য হালনাগাদ করে দিবে।
৫. ফরম পূরণের সময় আপনার ছবি (100 কেবির কম) ও আইডি কার্ডের ছবি (100 কেবির কম) প্রয়োজন হবে। তাই হালনাগাদের পূর্বে এগুলো কম্পিউটারে সংরক্ষণ করুণ।
৬. NID না থাকলে HSC or SSC রেজিস্ট্রেশন কার্ড দিয়েও হবে।
Previous Post
Next Post

0 comments: