Nov 13, 2015

এবার কেনাকাটা করুন AMAZON, EBAY থেকে বাংলাদেশে বসেই

Ads by Techtunes - tAds
অন্য আরো অনেক অনলাইন সুবিধার মত Amazon এর পণ্য কেনার সুবিধা থেকেও বাংলাদেশীরা বঞ্চিত। পার্শ্ববর্তী দেশ ভারতেও Amazon আছে, কিন্তু বাংলাদেশে নেই। এর আগে বাংলাদেশীরা Amazon থেকে বিভিন্ন এজেন্টের মাধ্যমে পণ্য কিনতে পারত, খরচটা একটু বেশীই পড়ত। এখন আপনি Amazon এর পণ্য সহজেই ঘরে বসে বিকাশে পেমেন্ট দিয়ে কিনতে পারবেন।


বাংলাদেশের মানুষের সবসময় আমাজন ইবে নিয়ে এক ধরনের হতাশায় ভুগে কারণ এত ধরনের প্রডাক্ট আর এত এত অসাধারণ প্রডাক্ট কিন্তু আমরা বাংলাদেশ থেকে কেনার সুযোগ পাইনা। আর কোন কারণে যদি সুযোগ পাওয়াও যায় তবে এত উচ্চমূল্য যে কেনার ইচ্ছাটাই মাটিতে মিশে যায়।
আর এসব চিন্তা করেই বাংলাদেশী এক ফেসবুক গ্রুপ চালু করেছে একটি সেবা যার মাধ্যমে আপনি আমাজন ইবের মতো ই কমার্স সাইটগুলো থেকে সহজে যেকোন পণ্য এদেশে বসেই কিনে নিয়ে আসতে পারবেন।। ট্যাক্স, সাভির্স ট্যাক্স, বিমান ট্যাক্স দালাল এসবের হাত থেকে আপনি সম্পূর্ণ মুক্ত। ঘরে বসে পে করুন ঘরে বসে প্রডাক্ট বুঝে নিন।।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রথম যে প্রশ্নটি আসবে সেটি হলো Groupবিশ্বস্ত নাকি টাকা নিয়ে পালাবে ?না এ ধরনের চিন্তা করার কোন দরকার নেই কারণ এই গ্রুপের পেছনে কাজ করা সবাই  এ দেশের পরিচিত মুখ এবং প্রতিষ্টিত ওয়েব ডেভেলেপার এরই মাঝে উনারা বেশ সুনাম কামিয়েছে এই ধরনের কনসেপ্ট নিয়ে কাজ করার ফলে।
আর এখানে ১ দলারে মাত্র ৮৩ টাকা রাখা হবে। কোনো ট্যাক্স বা হিডেন চার্জ নাই। আর ১৬ দিনের মধ্যই ডেলিভারি।
কেন কিনবেন Amazon বা, Ebay থেকেঃ কিছু কারণে আপনি বাংলাদেশের কোন অনলাইন শপ থেকে পণ্য না কিনে আমাদের গ্রুপ  থেকে পণ্য কিনবেন। কারণগুলো হচ্ছে-
  • প্রথমত, আপনার কোন আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে, আপনি হয়ত তাকে বলেন আপনার জন্য ল্যাপটপ নিয়ে আসার জন্য। আপনি চাইলে সেই দেশের ল্যাপটপ বা, আইফোন বাংলাদেশে থেকেও কিনতে পারেন। বাংলাদেশে আনতে তার যে খরচ হবে, আপনার হয়ত তার চেয়ে কম খরচ হবে।
  • দ্বিতীয়ত, অনেক প্রযুক্তি পণ্যের দামই অন্য দেশে বাংলাদেশের চেয়ে অনেক কম। সেটা ঘরে বসেই আপনি কিনতে পারেন।
  • তৃতীয়ত, যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা সাধারণত কপিরাইট আইনের তোয়াক্কা না করে ফটোকপি করা বই পড়েন। যদি অরিজিনাল বই পেতে চান, তাহলে এখান থেকে কিনে নিতে পারেন।
  • চতুর্থত, প্রচুর পরিমাণে পণ্য এখানে প্রতিদিন আপলোড করা হয়। ঘরে বসে পছন্দ করে কিনে নিন। ২০১৫ সালে সবকিছুই
  • পঞ্চমত, যা বাংলাদেশে পাওয়াই যায় না, সেগুলোও কিনতে পারবেন।Apple এর  আইফোন বা, ভাল কোন স্মার্টওয়াচ, কোন ওষুধ্, ইত্যাদি।
বি.দ্র. আমাদের দাম এবং ভ্যাট আপনার অতিরিক্ত খরচ হবে।তাতেও অনেক পণ্য কিনে লাভবান হতে পারবেন।
সুতরাং আর চিন্তি কি ধূমছে শুরু করে দিন শপিং আমাজন আর ইবেতে আর বর্তমানে আমাজন ইবের সব প্রডাক্টেই ডিসকাউন্ট চলবে তো চলুন শপিং করি  -
Previous Post
Next Post

0 comments: